ভারত ও রাশিয়া থেকে তিন কোটি ডোজ কোভিড-১৯ টিকা কিনছে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এ বিষয়ে আলোচনাও চলছে বলে বুধবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে দেশটি। করোনা টিকার জরুরি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা নীতিমালা সহজ করার পর ব্রাসিলিয়া এই ঘোষণা দিল।

এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা এবং চীনের সিনোভ্যাক কোম্পানির করোনাভ্যাক টিকা ব্যবহারের অনুমতি রয়েছে ব্রাজিলে। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ২৭ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকা পাওয়ার ব্যাপারে একটি চুক্তি চূড়ান্ত করতে শুক্রবার রাশিয়া ও ভারতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারা। প্রস্তাবিত এই চুক্তি অনুযায়ী, চলতি মাসে এক কোটি ৮০ লাখ ডোজ এবং আগামী মার্চে আরও এক কোটি ২০ লাখ ডোজ টিকা ব্রাজিলকে সরবরাহ করা হবে।

এর আগে চলতি সপ্তাহে ল্যানসেট মেডিকেল জার্নালে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকা নিরাপদ এবং ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর বলে প্রকাশ করা হয়। এরপরই রাশিয়ার টিকা আমদানির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে ব্রাজিল।

গত ১৭ জানুয়ারি ব্রাজিলে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। সর্বপ্রথম টিকা দেওয়া হয় মনিকা কালাজানস নামে এক নার্সকে। ৫৪ বছর বয়সী ওই নার্স সাও পাওলোর বাসিন্দা। তিনি চীনের সিনোভ্যাকের তৈরি কোভিড-১৯ টিকা করোনাভ্যাক নিয়েছিলেন। এরপর প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী, আদিবাসী ও বয়স্ক নাগরিকদের টিকা দেওয়ার কাজ শুরু করে দেশটি।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বিপর্যস্ত দেশ ব্রাজিল। করোনায় আক্রান্ত দেশের তালিকায় ব্রাজিল তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় দেশটি রয়েছে দ্বিতীয় স্থানে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৯৩ লাখ ৩৯ হাজারের ৪২০ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জন।

সূত্র: এএফপি

টিএম