চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে নিরাপত্তা রক্ষীকে মেরে পুরুষ সঙ্গীকে নিয়ে পালিয়েছে এক স্ত্রী সিংহ। ইরানের একটি চিড়িয়াখানায় রোমহর্ষক এই ঘটনা ঘটেছে বলে সোমবার স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। পরবর্তীতে খাঁচা থেকে পালিয়ে যাওয়া এই জুটিকে আটক করা হয়েছে।

ইরানের মারকাজি প্রদেশের চিড়িয়াখানার একজন কর্মচারী দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, গত কয়েক বছর ধরে চিড়িয়াখানার খাঁচায় বন্দি ছিল সিংহ দু’টি। খাঁচার দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ৪০ বছর বয়সী নিরাপত্তা রক্ষীর ওপর হামলে পড়ে স্ত্রী সিংহটি। এতে ওই নিরাপত্তা রক্ষী মারা যান। আক্রান্ত হওয়ার কিছুক্ষণ আগে এই সিংহ যুগলের জন্য খাবার এনেছিলেন তিনি।

ওই কর্মচারী বলেন, রাজধানী তেহরান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের আরাক শহরের চিড়িয়াখানার খাঁচা থেকে রোববার প্রাণী দু’টি পালিয়েছিল।

প্রদেশের গভর্নর আমির হাদির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলছে, এই ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী চিড়িয়াখানার নিয়ন্ত্রণ নেয়।

পরে সিংহ জুটিকে জীবিত ধরার প্রচেষ্টা সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: এএফপি।

এসএস