ইউক্রেনে সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার
ছবি: রয়টার্স
গত ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দু’টি ব্যাংকের ওয়েবসাইটে যে সাইবার হামলা হয়েছিল, তার সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস।
শনিবার এক টুইটবার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘যে অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠেছে, তা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। সাইবার হামলার সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং রাশিয়া কখনও কারো বিরুদ্ধে এ ধরনের বিদ্বেষমূলক কাজকর্মকে প্রশ্রয় দেয় না।’
বিজ্ঞাপন
গত ১৫ ফেব্রুয়ারি, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই দিনই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী কিয়েভের দুই ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা ঘটে।
সাইবার হামলার ফলে ব্যাংকিং নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েন ইউক্রেনের বহু মানুষ।
বিজ্ঞাপন
এই হামলার জন্য সরাসরি নাম না নিলেও পরোক্ষভাবে মস্কোকে দায়ী করে কিয়েভ। ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনের সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ‘আগ্রাসী শক্তি ইউক্রেনে বড় হামলার যে পরিকল্পনা নিয়েছিল, তা কার্যকর করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে।’
এ বিষয়ে ইউক্রেনের সঙ্গে একমত যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী পরামর্শক অ্যানি নিউবার্গার শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, রাশিয়ার সামরিক বিভাগের গোয়েন্দা শাখা এই হামলার সঙ্গে যুক্ত।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ