নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার পদের মৌখিক পরীক্ষা স্থগিত
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌ বাণিজ্য দপ্তরের ‘প্রিন্সিপাল অফিসার’ পদের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের তত্বাবধানে অনুষ্ঠিতব্য নৌবাণিজ্য দপ্তরের ‘প্রিন্সিপাল অফিসার’ পদের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
পরবর্তীতে মৌখিক পরীক্ষার তারিখ ধর্য্য হলে কর্ম কমিশনের ওয়েব সাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন