কর্মসংস্থান ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পেলেন ৩২ জন
সিনিয়র অফিসার পদে নিয়োগ চূড়ান্ত ভাবে ৩২ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে কর্মসংস্থান ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক মোঃ. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এর আগে ৯-১০-২০১৮ তারিখ সিনিয়র অফিসার পদে নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটি। পরে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে আবেদিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এরমধ্যে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক পরিচয় সম্পর্কিত পুলিশ বিভাগের সন্তোষজনক তদন্ত ও অন্যান্য দলিল যাচাই সাপেক্ষে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন