আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নির্বাহী কর্মকর্তা পদে (ফুল টাইম) লোক নিয়োগ দিবে। ব্যাংকের ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সুপারভিশন ডিপার্টমেন্টে (এআইএসডি) কাজ করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম- আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
পদের নাম - নির্বাহী কর্মকর্তা (ফুল টাইম)
পদের সংখ্যা- ০১ (এক)

আবেদনের যোগ্যতা- 
১। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ হতে হবে। 
২। অ্যাকাউন্টিং বা  ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
৩। বিনিয়োগ কার্যকারিতা ও পরিচলনা সংক্রান্ত আইন সর্ম্পকে ধারনা থাকতে হবে। 
৪। পাশাপাশি যেকোন ব্যাংকে ক্রেডিট শাখায় কমপক্ষে ৫ (পাঁচ) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সেন্ট্রালাইজড ইনভেস্টমেন্ট (ক্রেডিট) অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে  কর্মরত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের ধরন-
১। নির্বাহী কর্মকর্তা পদে একজন প্রার্থীকে বিনিয়োগ (ক্রেডিট) সংক্রান্ত কাজগুলো করতে হবে।
২। লোন সংক্রান্ত বিভিন্ন চুক্তিপত্র, নথি প্রকাশ ও অনুমোদনের বিষয়াদির জন্য নির্ভূলভাবে তথ্যগ্রহণ ও পর্যালোচনা করতে হবে।
৩। যোগ্য গ্রাহকের বিনিয়োগ (ক্রেডিট) রেটিং সহ অনুমোদনের শর্তাদি / চুক্তিগুলির সম্মতি নিশ্চিত করতে হবে। তাছাড়া পূর্বের  ও অগ্রিম লোন, ডকুমেন্টেশনের ঘাটতি, ইত্যাদি পর্যবেক্ষণ করতে হবে।
৪। এছাড়াও কর্তৃপক্ষের আদেশক্রমে  অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।

সুযোগ সুবিধা ও বেতন-
১। বেতন আলোচনা সাপেক্ষে
২। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা 
৩। ভবিষ্যতে দক্ষতা ও মূল্যায়নের ভিত্তিতে বিনিয়োগ প্রশাসন এবং তদারকি বিভাগের (আইএএসডি) প্রধান হওয়ার একটি সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম-
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন hr.recruitment@icbislamic-bd.com এই ঠিকানায়। অথবা আবেদন করতে পারেন বিডিজবসের মাধ্যমে।


আবেদনের শেষ তারিখ- ৩০ ডিসেম্বর ২০২০ ইং

সূত্র : বিডি জবস

আরআর