বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ পেল ৭৬ জন
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উপ সহকারী পরিচালক ও পরিদর্শক পদে ৭৬ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করেছে। বিএডিসির সদস্য সচিব মোঃ: আনোয়ার ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিএডিসি কর্তৃপক্ষ গত ২১ জানুয়ারি, ২০২০ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর আবেদন কৃত প্রার্থীদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় নেওয়া হয়েছে। উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে। নিয়োগপত্র পাওয়ার পর সব প্রার্থীদের ২২ ফেব্রুয়ারির থেকে ৩ মার্চের মধ্যে যোগদান করতে হবে।
বিজ্ঞাপন