সমন্বিত চার ব্যাংকে নিয়োগ পেলেন ১৪২ জন
অফিসার (ক্যাশ) পদে সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও প্রবাসী কল্যাণ ব্যাংক ১৪২ জন প্রার্থীকে চূড়ান্ত ভাবে নিয়োগের জন্য সুপারিশ করেছে। এর আগে ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
বুধবার ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নিয়োগপ্রাপ্তদের তালিকা বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১১ জুলাই ২০১৮ তারিখে ৭৬৭ টি শূন্য পদের লোক চেয়ে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছিল। এরপর আবেদন কৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন