বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদে লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৪ মার্চ, ২০২১ তারিখে রাজধানী ঢাকার শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, লিখিত পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিন মোট ২০১ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবে। 

লিখিত পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী কমিশনের ওয়েব সাইটে পাওয়া যাবে।