প্রতীকী ছবি

প্রবাসীকল্যাণ ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে ২৮২ জন লোক নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

যেসব পদে লোকবল নেওয়া হবে : গাড়িচালক পদে ৭ জন, নিরাপত্তাপ্রহরী পদে ১৭৬ জন ও অফিস সহায়ক পদে নেওয়া হবে ৯৯ জন। 

আবেদন যোগ্যতা : গাড়িচালক পদে আবেদনের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 

নিরাপত্তাপ্রহরী পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে এবং নিরাপত্তার কাজে প্রশিক্ষণ থাকতে হবে। সেনাবাহিনী/বিডিআর/পুলিশ/আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। 

অফিস সহায়ক পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : গাড়িচালক পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা এবং নিরাপত্তাপ্রহরী ও অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। সরকারি নীতিমাসারে অলা অনুন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বয়স : ৭ জুন তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের http://pkb.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ তারিখ : ৬ জুলাই, ২০২২।

প্রবাসীকল্যাণ ব্যাংকে বিশাল নিয়োগ, নেবে ২৮২ জন