জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ৬ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে বিরতি দিয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত। শুক্রবার এনসিটিবি সচিব প্রফেসর ড. মোঃ: নিজামুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে সহকারী লাইব্রেরিয়ান পদে উত্তীর্ণ হয়েছে মোট ৫ জন। লিফট অপারেটর পদে উত্তীর্ণ হয়েছে ১০ জন। এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। গাড়ী চালক পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এ পদে ১৮ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।

২ মার্চ অনুষ্ঠিত হবে সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা।  সাঁট লিপি মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণদের পরীক্ষাও একই দিন হবে। এ দুই পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৬০ জন।

স্টোর গার্ড পদে উত্তীর্ণ হয়েছেন ৭৮ জন। এ পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ, শনিবার। সব পদের পরীক্ষার স্থান ও সময় বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় প্রার্থীদের প্রবেশপত্র ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে। তবে মৌখিক পরীক্ষার জন্য আলাদা ভাবে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র দিয়েই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় কোন ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।