বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে লোকব নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি ও ইলেকট্রনিকস)। পদসংখ্যা: ১২। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষিপ্রকৌশল, কৃষি অর্থনীতি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (স্বাস্থ্য পদার্থ)। পদসংখ্যা: ১। যোগ্যতা: পদার্থবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

বয়সসীমা : ২০২২ সালের ১ আগস্ট প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে http://bina.teletalk.com.bd/admitcard/index.php এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি :  ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।