বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৮৪ বিএএফএ কোর্সের জন্য ‘অফিসার ক্যাডেট’ পদে কিছু সংখ্যক লোকবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ বিমান বাহিনী

পদের নাম- অফিসার ক্যাডেট

পদের সংখ্যা- নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা-

১। মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে।

২। বাংলাদেশের নাগরিকত্ব লাগবে।

৩। ১৬ বছর ৬ মাস থেকে ২০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। (বয়সের ক্ষেত্রে কোন হলফনামা গ্রহণযোগ্য নয়)

৪। পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা- কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ- ৩৬

৫। নারী প্রার্থীর জন্য উচ্চতা-  কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ- ২৮

৬। ফৌজদারী মামলার আসামী হওয়া যাবে না।

নির্বাচন প্রক্রিয়া-

১। প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২। প্রাথমিক মেডিক্যাল টেস্ট।

৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা।

৪। আন্ত:বাহিনী নির্বাচন পর্ষদের বাছাই।

৫। কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ দ্বারা বাছাই।

৬। ক্যাডেট চুড়ান্ত নির্বাচনী পরীক্ষা।

বেতন ভাতা ও সুযোগ সুবিধা-

১। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট পদে মাসিক ১০,০০০ টাকা

২। প্রশিক্ষণ শেষে পদ অনুসারে বেতন ও অন্যান্য সুবিধা

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন  (https://joinairforce.baf.mil.bd/apply?fbclid=IwAR15a3e0btZbq_t2WWQZeiLtv4UTOvbCArVdHfOafPnLFxjead07VYImMlk) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ-

অনলাইনে আবেদন করা যাবে ৮ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত।