শরিয়াভিত্তিক পরিচালিত বাণিজ্যিক ব্যাংক স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রবেশনারি অফিসার পদে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড

পদের নাম- প্রবেশনারি অফিসার

পদের সংখ্যা- নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা-
১। যেকোন বিষয়ে চার বছর মেয়াদি অনার্সসহ এমবিএ, এমবিএম বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
২। শিক্ষাজীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। 
৩। ১০ জানুয়ারি ২০২১ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। 

আবেদনের নিয়ম-
১। প্রার্থীদের স্যোশাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের (www.siblbd.com/career) মাধ্যমে আবেদন করতে হবে।
২। আবেদনের সময় ওয়েব সাইটে নির্দেশনা মত ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া-
১। যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
২। লিখিত পরীক্ষায় উর্ত্তীণদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
৩। পরীক্ষার নম্বর ও যোগ্যতা ভিত্তিতে চুড়ান্ত নিয়োগ দেওয়া হবে। 

বেতন ও সুযোগ সুবিধা-
১। নিয়োগপ্রাপ্তদের প্রবেশনারি অফিসার হিসাবে মাসিক ৪০,০০০ টাকা বেতন দেয়া হবে। 
২।পরবর্তীতে অফিসার পদে পদায়ন এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে। 

আবেদনের শেষ তারিখ-
আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত।