সশস্ত্র বাহিনী পরিচালিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানটি ১৭টি পদে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ দেবে। আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) 
পদের সংখ্যা- ৩৬টি
পদের নাম- প্রভাষক
বেতন-২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে

যোগ্যতা- ১। যেকোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় ৪ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর পাস করতে হবে।
২। এসএসসি ও এইচএসসি জিপিএ ৫.০০ থাকতে হবে।
৩। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে  সিজিপিএ ৪.০০ স্কেলে ৩.৬০ লাগবে।
৪। এমফিল অথবা পিএইডি ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের নিয়ম-
১। আগ্রহী প্রার্থীদের দরখাস্ত ও  আবেদনপত্রের সঙ্গে সব ধরনের প্রেয়োজনীয় ডকুমেন্ট  ডাকযোগে রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা-১২১৬ ঠিকানায় পাঠাতে হবে।
২। রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্‌ (বিইউপি)-এর অনুকূলে ৭০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
৩। খামের উপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করিতে হইবে।
৪। লিখিত/মৌখিক পরীক্ষার তারিখ ডাকযোগে অথবা মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
৫। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://bup.edu.bd/careers) থেকে জানা যাবে। ।

আবেদনের শেষ তারিখ-
৩০ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে পাঠাতে হবে।

উল্লেখ্য,  যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের কর্মস্থল হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স (বাংলাদেশ একাডেমি, ভাটিয়ারি, চট্টগ্রাম)। চাকরি জীবনে ন্যূনতম তিন বছর চট্টগ্রামে চাকরি করতে হবে।