প্রতীকী ছবি

এবার উচ্চপদস্থ কর্মীদের ছাঁটাই শুরু করেছে মেটা। গত নভেম্বর থেকে দফায় দফায় বিশ্বের নানা প্রান্তের কর্মী ছাঁটাই করছে মেটা। এবার চাকরিচ্যুত করছে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ প্রধানদের।

এসবের মধ্যে রয়েছে ইন্ডিয়ার লিগ্যাল ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টরের মতো বড় পদ। জানা গেয়েছে, ভারতের মেটা কর্মীদের মধ্যে থেকেও বড় সংখ্যায় ছাঁটাই করছে কর্তৃপক্ষ। 

হটস্টার থেকে মেটায় যোগ দেওয়া লিগ্যাল টিমের প্রধান অমৃতা মুখোপাধ্যায়কে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। মাত্র দশ মাসের মধ্যেই চাকরি হারিয়েছেন তিনি।

গত নভেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ২১ হাজার কর্মীকে পিঙ্ক স্লিপ ধরিয়েছে মেটা। তারই তৃতীয় পর্ব শুরু হতে চলেছে। নতুন এই ছাঁটাইয়ের খবরে অনেকেই উদ্বীগ্ন।

ভারতে মেটার মার্কেটিং হেড অবিনাশ পন্থকেও ইস্তফা দিতে বলা হয়েছে। মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সসহ সব বিভাগ থেকে কর্মী কমাচ্ছে মেটা। যদিও গত নভেম্বর থেকে কর্মী সংখ্যঅ হ্রাস করার পিছনে কারণ হিসাবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার বৃদ্ধিকেই অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে।