এভারকেয়ার হসপিটালে বিভিন্ন পদে চাকরি
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হসপিটালটি চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানসহ বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম- এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম
বিজ্ঞাপন
পদের সংখ্যা- নির্ধারিত নয়
পদের নাম-রেজিস্ট্রার/ স্পেশালিস্ট
বিজ্ঞাপন
যোগ্যতা- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে
বেতন- আলোচনা সাপেক্ষ
পদের নাম- রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও)
যোগ্যতা- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে
বেতন- আলোচনা সাপেক্ষ
পদের নাম- নার্সিং ইনচার্জ
যোগ্যতা- নার্সিং পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা লাগবে
বেতন- আলোচনা সাপেক্ষ
পদের নাম- স্টাফ নার্স
যোগ্যতা- নার্সিং পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা লাগবে
বেতন- আলোচনা সাপেক্ষ
পদের নাম- টেকনিশিয়ান
যোগ্যতা- নার্সিং পেশায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে
বেতন- আলোচনা সাপেক্ষ
আবেদন করার নিয়ম-
ছবিসহ রেজুমে ইমেইল করতে হবে careerctg@evercarebd ঠিকানায়। অথবা হার্ডকপি পাঠাতে হবে 'হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, প্লট- এইচ১, অনন্যা রেসিডেন্সিয়াল এরিয়া, সিডিএ, হাটহাজারী, চট্টগ্রাম' ঠিকানায়।
আবেদনের সময়-
যোগ্য প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।