বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৮ পদে আবেদনের সময় বেড়েছে। বর্তমান করোনা পরিস্থিতির জন্য আবেদনের সময় নির্ধারিত সময়ের চেয়ে ১৫ দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ।

এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ০৮ টি শূন্য পদের বিপরীতে ২৬ মার্চ ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে লিখিত আবেদনপত্র ১১ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে দাখিল করতে বলা হয়। কিন্তু সারাদেশে করোনা পরিস্থিতি বাড়ায় আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামী ১১ এপ্রিলের পরিবর্তে ২৫ এপ্রিল করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখিত এ সময়ের মধ্যে আবেদনকারীকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, স্বাধীনতা ভবন (৫ম তলা), ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পৌছাতে হবে।