অনিবার্য কারণে রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) পদের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রূপালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) ৬০টি শূন্য পদে নিয়োগের জন্য ১৬ মার্চ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখও জানায় বাংলাদেশ ব্যাংক।

ঘোষণা অনুসারে ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ৭ এপ্রিল। ওই দিন ১২০ জনের ব্যবহারিক পরীক্ষা হতো। এরপর ৮, ১০ ও ১১ এপ্রিল ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল।

বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তী তারিখ প্রার্থীদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।