ই-কমার্স সাইট চালডাল লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- চালডাল লিমিটেড

পদের নাম- বাইকার, সাইক্লিস্ট, ডেলিভারি অ্যাসোসিয়েট, পণ্য বাছাইকারী এবং সিকিউরিটি গার্ড

পদের সংখ্যা- নির্ধারিত না

পদ অনুসারে আবেদন যোগ্যতা

পদের নাম- সাইক্লিস্ট

আবেদন যোগ্যতা- নিজের সাইকেল থাকতে হবে। অবশ্যই স্মার্ট (এন্ড্রয়েড) ফোন থাকতে হবে।

পদের নাম- নিজস্ব বাইকার

আবেদন যোগ্যতা- নিজের বাইক ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই স্মার্ট (এন্ড্রয়েড) ফোন থাকতে হবে।

পদের নাম- বাইকার

আবেদন যোগ্যতা- ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই স্মার্ট (এন্ড্রয়েড) ফোন থাকতে হবে।

বয়সসীমা

সার্টিফিকেট অনুযায়ী সাইক্লিস্টদের কমপক্ষে ১৮ বছর ও বাইকারদের কমপক্ষে ২১ বছর হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা

১। প্রতিদিন হিসেবে বেতন গণনা করা হয় এবং প্রতি ১৫ দিন পর পর বেতন তুলতে পারবেন।

২। সাইক্লিস্ট প্রতিদিন ঢাকা ৪২৭ টাকা, চট্টগ্রাম ৪০৬ টাকা.

৩। বাইকারঃ প্রতিদিন ঢাকা ৪৭০ টাকা, চট্টগ্রাম ৪০৬ টাকা ও প্রতিদিন অফিসে থেকে ফুয়েলের জন্য অতিরিক্ত ১৮০ টাকা দেয়া হবে।

৪। নিজস্ব বাইকারঃ প্রতিদিন ঢাকা ৬০২ টাকা, চট্টগ্রাম ৫৭২ টাকা ও প্রতিদিন অফিসে থেকে ফুয়েলের জন্য অতিরিক্ত ১৮০ টাকা দেয়া হবে।

৫। বোনাসঃ চাকরিতে যোগদানের ১মাস পূর্ণ হলে দ্বিতীয় মাস থেকে আকর্ষণীয় বোনাস আছে।

৬। ছুটি: শর্ত সাপেক্ষে প্রতি ৩ দিন পর ১ দিন ছুটি।

৭। সিকিউরিটি গার্ড : প্রতিদিন ঢাকা ৩০৩ টাকা, চট্টগ্রাম ২৭৩ টাকা ও যশোর ২৪২ টাকা।

আবেদনের নিয়ম

আবেদন করার জন্য ক্লিক করুন এই লিংকে।