বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  প্রতিষ্ঠানটির কার্যপরিধি বাড়াতে ‘জোন ইন-চার্জ’ পদে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড 

পদের নাম- জোন ইন-চার্জ

পদের সংখ্যা- নির্ধারিত নয়

যোগ্যতা-

১। স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাস

২। মার্কেটিং ও সেলসে প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

৩। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

৪। দলবদ্ধভাবে ও চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে।

৫। ৩০ থেকে অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল-

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন-

১। বেতন আলোচনা সাপক্ষে

২। টিএ, মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে

৩। জীবন বীমা, পারফরম্যান্স ভিত্তিক বোনাস

৪। বছরে দুটি উৎসব ভাতা

আবেদনের প্রক্রিয়া-

আগ্রহী প্রার্থীরা  অনলাইনে আবেদন করতে পারবেন (https://jobs.bdjobs.com) এই ঠিকানায়। 

আবেদনের শেষ তারিখ-

৩১ ডিসেম্বর, ২০২০।

সূত্র : বিডিজবস