আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফিনান্স লিমিটেড (এনএফএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কার্যপরিধি বাড়াতে বেশ কিছু পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- ন্যাশনাল ফিনান্স লিমিটেড (এনএফএল)

পদের নাম- ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার

পদের সংখ্যা- নির্ধারিত না

যোগ্যতা-

১। আইনে স্নাতক (এলএলবি) ডিগ্রী লাগবে।

২। ক্রেডিট নিয়ন্ত্রণ এবং পুনরুদ্ধার, জমির নথী, আইনী পরীক্ষণ, মামলা মোকদ্দমা সর্ম্পকে ধারণা থাকতে হবে।

৩। সংশ্লিষ্ট কাজে ৬-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। বয়স সর্বোচ্চ ৩৬ হতে হবে।

৫। ব্যাংকিং ও ফিনান্স আইন সর্ম্পকে ধারণা থাকতে হবে।

৬। নিবন্ধকরণ আইন, চুক্তি আইন, সংস্থা আইন, কোম্পানী আইন ইত্যাদি সম্পর্কিত আইন সর্ম্পকে দক্ষ হতে হবে।

৭। আবেদনকারীদের আইন ফার্মে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৮। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://jobs.bdjobs.com/ এই ঠিকানায়।

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষে

২। টিএ, মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে

৩। সাপ্তাহিক ২ দিন ছুটি

৪। জীবন বীমা, পারফরম্যান্স ভিত্তিক বোনাস

৫। বছরে দুটি উৎসব ভাতা

আবেদনের শেষ তারিখ-

৫ জানুয়ারি,২০২০