ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান আজকেরডিল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি  বিজনেস ডেভেলোপমেন্ট বিভাগে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- আজকেরডিল ডট কম

পদের নাম- এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলোপমেন্ট (বিক্রয়)

পদের সংখ্যা- ০৬টি

কর্মস্থল- ঢাকা

আবেদনের যোগ্যতা-

১। যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ / এমবিএ পাস করতে হবে।

২। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা লাগবে।

৩। ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

৪। বয়স ২৩-২৭ বছরের মধ্যে হতে হবে।

৫। শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।

৬। আবেদনকারীদের বিক্রয়, বিপণন ও ব্যবসায় সর্ম্পকে জ্ঞান থাকতে হবে।

৭। নামী ই-কমার্স প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের ধরন-

১। ডেটা সংগ্রহ, পূর্বাভাস এবং বিশ্লেষণ করা।

২। সমন্বয় এবং বিক্রয়ের লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা করা।

বেতন ও সুযোগ সুবিধা-

১। মাসিক ১২০০০ টাকা

২। পারফরম্যান্স বোনাস

৩। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা

৪। পরিবহন ভাতা

৫। মোবাইল ভাতা

আবেদনের নিয়ম-
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন https://jobs.bdjobs.com এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ- ১২ জানুয়ারি, ২০২১ইং

সূত্র- বিডিজবস।