‘লিফট আপ ইউর ক্যারিয়ার’ অনুষ্ঠিত
‘কনকোয়ের ইউথ কাইয়ুম ইসলাম সোহেল’ লার্নিং প্লাটফর্মের অধীনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘লিফট আপ ইউর ক্যারিয়ার’। গত ২০ ও ২১ এপ্রিল ক্যারিয়ার বিষয়ক এই অনলাইন ট্রেনিং প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং তরুণ প্রফেশনালদের জীবনের লক্ষ্য নির্ধারণ, সিভি রাইটিং ও ইমেইল রাইটিংয়ের উপর গঠনমূলক আলোচনা করা হয়। এ আয়োজনটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত ছিল।
বিজ্ঞাপন
ট্রেনিং প্রোগ্রামে স্পিকার হিসেবে ছিলেন আরএসপিএল হেলথ বিডি লিমিটেডের এইচআর ম্যানেজার কাইয়ুম ইসলাম সোহেল এবং গোদরেজ কনস্যুমার প্রোডাক্টস বিডির এইচআর লিড মো: ইয়াসিন সোহাগ। দুইদিনব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ ট্রেনিং প্রোগ্রামের ইয়ুথ এংগেইজমেন্ট পার্টনার হিসেবে ছিল জেনারেশন জি, ক্লাব পার্টনার ছিল বিউবিটি বিজনেস ক্লাব, ডুয়েট সিআরসি, ডিইইউ মার্কেটিং ক্লাব, ইএলডিসি-সিওইউ, জেকেকেএনআইইউসিসি, জেএনইউসিসি, এনউএসডিএফ, আরএসি, এনইউএসডিএফ, আরএসি, জেকেকেএনআইইউ, আরউসিসি এবং আরসি বিজনেস ক্লাব। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ডটকম।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ট্রেনিং শেষে অংগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও বাছাইকৃত ৬ জন পাচ্ছেন ‘কনকোয়ের ইউথ কাইয়ুম ইসলাম সোহেল’ এর সঙ্গে কাজের সুযোগ।