বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ( ইউল্যাব) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের গবেষণা বিভাগে দক্ষ লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ( ইউল্যাব)

পদের নাম - রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনস অ্যাসোসিয়েট

পদের সংখ্যা- ০১টি

যোগ্যতা-

১। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

২। সাবলীল, ত্রুটিমুক্ত ভাবে ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।

৩। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের কাজে দক্ষ হতে হবে।

৪। অ্যাডোব ইলাস্ট্রেটারের মতো ডিজাইন সফ্টওয়্যারট সর্ম্পকে ধারনা থাকতে হবে।

৫। সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সর্ম্পকে ধারনা থাকতে হবে।

৬। সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরেরর অভিজ্ঞতা থাকতে হবে।

কাজের ধরন-

১। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করা

২। রিপোর্ট লেখা সহ বিদেশী সমীক্ষা-ভিত্তিক গবেষণা প্রকল্পসমূহ তদারকী করা

৩। সম্পর্ক তৈরি, ব্যবসা বিকাশ, ইউল্যাব ইএমবিএ প্রোগ্রাম প্রচার, এবং সেমিনার, সম্মেলন এবং ওয়েবিনার ব্যবস্থা করা

৪। স্বনামধন্য জার্নালগুলিতে হোয়াইটপেপার এবং নিবন্ধ প্রকাশের জন্য ডেস্ক-ভিত্তিক গবেষণা প্রকল্প গ্রহণ

৫। ইউএলবি বিজনেস স্কুল এক্সিকিউটিভ এমবিএ অফারগুলি উপস্থাপন করা

৬। শিক্ষার্থীদের সঙ্গে কর্মশালার ব্যবস্থা করা

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র ও সিভি পাঠাতে পারেন  hr.faculty@ulab.edu.bd এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ-  
১৫ জানুয়ারি, ২০২১ ইং