ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো যাথক্রমে ১৭টি, ১৫টি, ২৯টি,৮টি, ৫টি ও ২টিসহ মোট ৭৬টি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম - সহকারী প্রোগ্রামার।

পদের সংখ্যা- ৭৬

শিক্ষাগত যোগ্যতা-

১। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।

২। এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দু’টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে গ্রহণযোগ্য হবে না।

৩।এসএসসি ও এইচএসসির ফলের ক্ষেত্রে জিপিএ ৩ বা তার বেশি প্রথম বিভাগ, জিপিএ ২ থেকে জিপিএ ৩-এর কম থাকলে দ্বিতীয় বিভাগ ধরা হবে।

৪। বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ’র ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩ বা তার বেশি প্রথম বিভাগ/ শ্রেণী, সিজিপিএ ২.২৫ বা তার বেশি কিন্তু সিজিপিএ ৩-এর কম দ্বিতীয় বিভাগ/ শ্রেণী। সিজিপিএ’র ক্ষেত্রে ৫ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.৭৫ বা তার বেশি প্রথম বিভাগ/শ্রেণী, কিন্তু সিজিপিএ ২.৮১৩ বা তার বেশি কিন্তু ৩.৭৫-এর কম দ্বিতীয় বিভাগ/ শ্রেণী ধরা হবে।

৫। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট এবং বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইস্যু করা সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য দিতে হবে।

বয়সসীমা-
০১-৩-২০২০ তারিখে প্রার্থীদের বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

পরীক্ষার ফি-
প্রার্থীদের অনলাইন আবেদন জমা দেয়ার সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের ‘রকেট’-এর মাধ্যমে দিতে হবে। 

আবেদনের নিয়ম-
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন  https://erecruitment.bb.org.bd/ এই ঠিকানায়।

নিয়োগ প্রক্রিয়া- 
প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন স্কেল ২২০০০-৫৩০৬০

২। ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ-

অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ১৪ জানুয়ারি ২০২১ ইং