রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় সেবা আরও বাড়ানোর জন্য বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড

পদের নাম- ব্যবস্থাপক (বিক্রয়)

পদের সংখ্যা- নির্ধারিত না

কর্মস্থল - চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট

যোগ্যতা-

১। যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ে স্নাতক পাস করতে হবে।

২। সংশ্লিষ্ট বিষয়ে ৬-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। বিয়েল এস্টেট বিপণন বিষয়ে ধারনা থাকতে হবে।

৪। শুধু মাত্র পুরষরা আবেদন করতে পারবেন।

৫। মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্র ঠিক করতে হবে।

৬।দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা, আলোচনার দক্ষতা, বিক্রয় দক্ষতা থাকতে হবে।

৭। প্রার্থীর বয়স সর্বচ্চো ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=940288&ln=3&JobKeyword=prime%20cement  এই ঠিকানায়।

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। টিএ ও মোবাইল বিল ও পারফরমেন্স বোনাস

৩। সেলারী রিভিউ বছরের একবার

৪। উৎসব বোনাস- দুইবার

আবেদনের শেষ তারিখ- ০৬ জানুয়ারি, ২০২১ ইং