গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের দিনাজপুর জেলার প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ও ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)

পদের নাম- ফাইন্যান্স এ্যান্ড এডমিন অফিসার

পদের সংখ্যা- ১টি

কর্মস্থল- দিনাজপুর (পার্বতীপুর)

কাজের ধরন- চুক্তিভিত্তিক

যোগ্যতা-

১। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান/ ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

২। জাতীয় পর্যায়ের এনজিও-তে প্রকল্প/কর্মসূচীতে ফাইন্যান্স ও এডমিন বিভাগে কমপক্ষে ৫ বছর কাজ করার  অভিজ্ঞতা থাকতে হবে।

৩। দৈনন্দিন হিসাব পরিচালনা সম্পর্কে ধারনা থাকতে হবে।

৪। প্রকল্প বাজেট তৈরীর দক্ষতা থাকতে হবে।

৫। এ্যাকাউন্টিং সফটওয়্যার পরিচালনা, বুক কিপিং ও চেকিং, বাজেটরী কন্ট্রোল, ফিন্যান্সিয়াল বিভিন্ন রির্পোটিং, এডমিন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে অভিজ্ঞতা থাকতে হবে।

৬। বয়স: সর্বোচ্চ ৪০বছর ।

৭। এমএস ওয়ার্ড, এমএস এক্স্রেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে।

৮। ভ্যাট, আয়কর-এর বিষয়ে সামগ্রীক ধারনাসহ কম্পিউটারে  এবং ইংরেজিতে প্রতিবেদন তৈরি করতে জানতে হবে।

আবেদনের নিয়ম-

১। পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ৩ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর-এইচআর এন্ড এ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ- এই ঠিকানায়।

২। মেইল করা যাবে gbkpbt.hra@gmail.com  এই ঠিকানায়।

৩।খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ-
০৮-০১-২০২১