বেসরকারি প্রতিষ্ঠান ইউসেপ বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম বাড়াতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- ইউসেপ বাংলাদেশ

পদের নাম- জুনিয়র অফিসার

পদের সংখ্যা- একটি

কর্মস্থল- চট্টগ্রাম

কাজের ধরন- পূর্ণকালীন ও চুক্তিভিত্তিক

আবেদন যোগ্যতা-

১। হিসাববিজ্ঞানে স্নাতক, ফিনান্সে ব্যাচেলর অব কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রিধারী

২। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা লাগবে।

৩। বয়স সর্বোচ্চ ৩০ বছর

৪। উভয় পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন

৫।আবেদনকারীদের অ্যাকাউন্টিং, অ্যাডমিন এবং প্রকিউরমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে।

৬। কর এবং ভ্যাট সম্পর্কিত কাজ করার অভিজ্ঞতা।

৭। বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই সাবলীল হতে হবে।

৮। এমএস অফিস প্যাকেজের সঙ্গে দুর্দান্ত কম্পিউটার অপারেটিং দক্ষতা থাকতে হবে।

৯। ইআরপি মডিউল এবং অ্যাকাউন্টিং সফ্টওয়্যার এর সাথে পরিচিতি থাকতে হবে।

দায়-দায়িত্ব-

১। ইনস্টিটিউটের অর্থ, হিসাব, ​​সংগ্রহ ও প্রাসঙ্গিক প্রশাসনের সাথে সম্পর্কিত যেগুলি ইউসিইপি বাংলাদেশের মূল্যবোধ, দৃষ্টি, মিশন, লক্ষ্য এবং প্রাসঙ্গিক দেশের আইনের সাথে সামঞ্জস্য রেখে দক্ষ ও কার্যকরভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে সহায়তা করা

২। সংস্থা / ইনস্টিটিউট এবং প্রাসঙ্গিক জাতীয় আইন ও বিধি  অনুসরণ করে পরিষেবা / পণ্য / পরামর্শক সংগ্রহের বিষয়ে প্রস্তুত ও সুপারিশ করা

৩। ইনস্টিটিউটের ভাড়া সমন্বয় করতে সহায়তা করা, চালান প্রস্তুত করা এবং বিল সংগ্রহ করা।

৪। ইনস্টিটিউটের সমস্ত সম্পদ এবং তালিকা পর্যায়ক্রমে অনুসন্ধানে সহায়তা করা।

৫।তালিকাভুক্তকরণ, আপডেট (পর্যায়ক্রমিক) এবং ইনস্টিটিউটের বিক্রেতাদের তালিকার ব্যবহার নিশ্চিত করা।

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। কোম্পানীর নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ-
১৪ জানুয়ারি, ২০২১ পর্যন্ত