জনতা ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (এইও) অফিসার পদের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিক ভাবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন ১০৩ জন। সম্প্রতি ব্যাংকার্স সিলেকশন কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত মেধাতালিকা থেকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের জন্য ১০৩ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

এর আগে জনতা ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও)’ ২০১৫ সালভিত্তিক ৪৬৪টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এরমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত মেধাতালিকা থেকে ১০৩ জন প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

নির্বচিত প্রার্থীদের রোলগুলো হলো-১০০৭৫৪, ১০১২২০, ১০২৪৩১, ১০২৪৮৬, ১০৪১৪২, ১০৪২০৪, ১০৪২৭৬, ১০৫৫২১, ১০৭৪০৪, ১০৮৬৫৫, ১০৮৮২২, ১০৯১৫৭, ১১৩৭৬৩, ১১৪৮০৮, ১১৪৮৩০, ১১৪৯১৪, ১১৫১০৩, ১১৬৩৯০, ১১৭৪২৮, ১২১৫৬৩, ১২২৪৯৯, ১৩২০৫৫, ১৩৪২৭৯, ১৫৩৩৫৭, ১৫৬২৬৭, ১৫৬৫০৮, ১৬৭২৭৬, ১৬৮৬৪১, ১৭২৪০৪, ১৭৩৫৮৭, ১৮০৪০১, ১৮১০৭৪, ১৮১৯৬৯, ১৮৬৮১০, ১৮৭৫২১, ১৯০৫৩৮, ১৯১৫২৬, ১৯৪৫১৩, ১৯৬৪১৮, ১৯৬৫৭৯, ১৯৮৪১৪, ১৯৮৯৫৯, ১৯৯৩২৬, ১৯৯৮৩৫, ২০২৩২৩, ২০২৪৪০, ২০২৮৫৭, ২০৩০২৩, ২০৫৫৭৪, ২০৭৬২৩, ২০৯৮৭৭, ২১০৮৮৯, ২১১০৬১, ২১৮১৬৭, ২২০০২০, ২২৫৮৬১, ২২৭৯৬৩, ২৩৬৯৯৬, ২৩৭০৭৬, ২৩৮৫৯৭, ২৪৫৯০৫, ২৪৫৯০৯, ২৪৫৯৪৯, ২৪৮৮৫০, ২৫২৬০৯, ২৫৩৪১৯, ২৫৩৭২৫, ২৫৪৩৮৯, ২৫৪৬৭৬, ২৫৪৮৭১, ২৫৫৫৮১, ২৫৬৫৩৬, ২৫৯৭৭৮, ২৬৩৮৩৮, ২৬৫৯১৯, ২৬৭৬৮৫, ২৮১১৭৩, ২৮১১৮০, ২৮১৪০৬, ২৮৫৩২৬, ২৮৬৮৮২, ২৯০৯৫৩, ২৯২৫৩৬, ২৯৩০৩০, ২৯৮৯৬৫, ২৯৯৩৯৭, ৩০২০৯৫, ৩০৪৪৫৭, ৩০৬০২৭, ৩০৭০৮৪, ৩০৯৫৬৪, ৩১১২১৮, ৩১৫৩৫৩, ৩১৭৫০৫, ৩২৩৭৭৪, ৩২৭৩৯৮, ৩২৭৪১৮, ৩২৯২০৪, ৩২৯৫৫৭, ৩৩৪৭৮৮, ৩৩৫১৬৪, ৩৩৫৪৪৮, ৩৩৮৬৯৪= ১০৩

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক সম্পাদিত হবে বলে ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।