দুই মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ‘রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক (১২ তম গ্রেড) এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘ডাটা এন্ট্রি/ কন্ট্রোল সুপারভাইজার’ (১০ম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের তত্বাবধানে নেওয়া এ পরীক্ষায় সফল ভাবে উর্ত্তীণ হয়েছেন-
১। তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের “রক্ষণাবেক্ষণ তত্বাবধায়ক” (১২ তম গ্রেড) রেজিস্ট্রেশন নম্বর: ০০০০৫৩ - একজন।
বিজ্ঞাপন
২। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের “ডাটা এন্টি/কন্ট্রোল সুপারভাইজার” (১০ম গ্রেড) : রেজিস্ট্রেশন নম্বর: ০০০০৩৫ - একজন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধামে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চুড়ান্ত নিয়োগ প্রদান করবে।