ভারতের দক্ষিণ রেলেওয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষনবীশ পদে তিন হাজারের অধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- দক্ষিণ রেলওয়ে, ভারত

পদের নাম- শিক্ষানবীশ অফিসার

পদের সংখ্যা-৩৩২২ টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ভারত

আবেদন যোগ্যতা

১। ভারতীয় যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে।

২। সেখানে নম্বর পেতে হবে ন্যূনতম ৫০ শতাংশ।

৩। বেশি শিক্ষাগত যোগ্যতা (উদাহরণস্বরূপ ডিপ্লোমা/ডিগ্রি) থাকলে আবেদন করা যাবে না।

৪। আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর।

৫। নবীনরা (ফ্রেশার্স) সর্বোচ্চ ২২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

৬। আইটিআই বা এমএমটিদের ক্ষেত্রে বয়সসীমা ২৪ বছর। 

নিয়োগ প্রক্রিয়া

১। নিয়োগ দেওয়া হবে মেধাতালিকার ভিত্তিতে।

২। দশম শ্রেণির নম্বর এবং যে ক্ষেত্রে নিয়োগ করা হবে, সেই ক্ষেত্রে আইটিআইয়ের নম্বর যোগ করা হবে।

৩। তার ভিত্তিতে নম্বরের গড় করা হবে। সেই নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহীরা দক্ষিণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে www.iroams.com থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ জুন পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত।