জনতা ব্যাংকের ‘সিনিয়র প্রকৌশল অফিসার’ পদের ফল প্রকাশ
জনতা ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র অফিসার (প্রকৌশল-টেক্সটাইল)’ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করেছে সিলেকশন কিমিটি।
এতে ৬জন প্রার্থীকের প্রাথমিকবাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরগুলো হলো-১৮৪৩, ২২২৮, ৩০৩৯, ৩২৫৮, ৩৫৪১ ও ৩৭৫৪।
বিজ্ঞাপন
এর আগে ২০১৮ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (প্রকৌশল-টেক্সটাইল)’ পদের লিখিত পরীক্ষা হয় ১৯ নভেম্বর। লিখিত পরীক্ষা এবং গত ২৭ থেকে ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত মেধাতালিকা থেকে ছয়জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক সম্পাদিত হবে বলে বিএসসি জানিয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বিএসসি।
বিজ্ঞাপন