বিকন গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বাণিজ্যিক বিভাগে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- বিকন গ্রুপ

পদের নাম- অফিসার, কমার্শিয়াল

পদের সংখ্যা- নির্ধারিত না

কর্মস্থল- ঢাকা

কাজের ধরন- পূর্ণকালীন

যোগ্যতা-

১। যেকোন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বৈদ্যুতিক / যান্ত্রিক / বিদ্যুৎ / কম্পিউটার বিজ্ঞানে মেজরসহ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা

২। সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা লাগবে।

৩। টিসিপি / আইপি, ল্যান / ডাব্লু ওয়ান এবং হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং সর্ম্পকে জানতে হবে।

৪। এমএস অফিসের কাজ জানতে হবে।

৫। পণ্যের বাজার মূল্য সর্ম্পকে ধারনা থাকতে হবে।

৬। প্রস্তুতকারক / সরবরাহকারী ও বিক্রেতার সঙ্গে সমন্বয় করার কাজে দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। কোম্পানীর নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম-

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ-

২৩ জানুয়ারি, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে