বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- ব্র্যাক

পদের নাম- তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা

পদের সংখ্যা- নির্ধারিত না

কর্মস্থল- কক্সবাজার

কাজের ধরন- চুক্তিভিত্তিক ও পূর্ণকালীন

আবেদন যোগ্যতা-

১। দুর্যোগ ব্যবস্থাপনায় স্নাতক (বিএসএস), নগর ও আঞ্চলিক পরিকল্পনায় স্নাতক (বিএসএস), ভূগোল ও পরিবেশে স্নাতক (বিএসসি), পরিচালনা তথ্য ব্যবস্থায় স্নাতক (বিএসসি) ডিগ্রি থাকতে হবে।

২। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। প্রোগ্রাম ডেভলপমেন্ট / ডিআরআর / ইনফরমেশন ম্যানেজমেন্ট / এমআইএস / ইউআরপি বা এনজিও / আইএনজিওর উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। ডেটাবেস, ডেটা সংগ্রহ সিস্টেম, ডেটা অ্যানালিটিকস সর্ম্পকে ধারনা থাকতে হবে।

৫। তথ্য-গ্রাফিক প্রতিবেদন, ফ্যাক্ট শিট এবং প্রকল্প পরিকল্পনা তৈরিতে পারদর্শী হতে হেব।

আবেদন যেভাবে-
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ-
২৫ জানুয়ারি, ২০২১ পর্যন্ত

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। সাপ্তাহিক ২দিন ছুটি

৩। বছরে দুইটি উৎসব বোনাস

৪। স্বাস্থ্য ও জীবন বীমা প্রদান