বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন অপারেটর (চালক) গ্রেড-সি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে চূড়ান্তভাবে ১০৪ জন উত্তীর্ণ হয়েছেন। বিআরটিসির নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য সচিব বিষ্ণু কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র আগামী ১৪ সেপ্টেম্বর ডাকযোগে স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ আদেশ না পেলে নিয়োগপত্র প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৬ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে জামানত হিসেবে ১০ হাজার টাকা জমা দিয়ে যোগদান করতে হবে।