বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরটি রাজস্ব খাত ভুক্ত বেশ কিছু শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম - বস্ত্র অধিদপ্তর

চাকরির ধরন- অস্থায়ী ও অস্থায়ী

পদের সংখ্যা-মোট ১১৬টি

কর্মস্থল- বাংলাদেশের যেকোনো জায়গা

পদের নাম- পরিদর্শক (কারিগরি)

পদের সংখ্যা- ১টি

যোগ্যতা- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি

বেতন ১২৫০০-৩০২৩০ টাকা স্কেলে

পদের নাম- কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা- ৪টি

যোগ্যতা-

১। বিজ্ঞান বিভাগে স্নাতক পাস

২। কম্পিউটার মুদ্রাক্ষরে লিখতে জানতে হবে

বেতন-১১০০০-২৬৫৯০ টাকা

পদের নাম- টেইলর মাস্টার

পদের সংখ্যা- ০৫টি

যোগ্যতা

১। স্বীকৃত ইন্সটিটিউট হতে ড্রেস মেকিংস কোর্স করা থাকতে হবে।

২। মাধ্যমিক পাস

৩। টেক্সটাইল কোর্স পাস

বেতন-১১০০০-২৬৫৯০ টাকা স্কেলে

পদের নাম -সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা- ১টি

যোগ্যতা-

১। কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস

২। শর্ট-হ্যান্ড, সাট-লিপি ও কম্পিউটার টাইপিংয়ে পারদর্শী হতে হবে।

বেতন-১১০০০-২৬৫৯০ টাকা স্কেলে

পদের নাম- উচ্চমান সহকারী

পদের সংখ্যা- ৩টি

যোগ্যতা-

১। স্নাতক পাস

২। অফিসে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা

বেতন-১০২০০-২৪৬৮০ টাকা স্কেলে

পদের নাম- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা- ১টি
যোগ্যতা-

১। কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস

২। শর্ট-হ্যান্ড, সাট-লিপি ও কম্পিউটার টাইপিংয়ে পারদর্শী হতে হবে।

বেতন-১০২০০-২৪৬৮০ টাকা স্কেলে

পদের নাম- প্যাটার্ন ডিজাইন

পদের সংখ্যা-১টি

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা

বেতন-১০২০০-২৪৬৮০ টাকা স্কেলে

পদের নাম- টেকনিক্যাল এ্যাসিস্যান্ট

পদের সংখ্যা-২০টি

যোগ্যতা- টেক্সটাইল কোর্স পাস

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম-লাইব্রেরী এ্যাসিস্ট্যান্ট

পদের সংখ্যা-০২টি

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাস ও গ্রন্থাগার সার্টিফিকেট কোর্স সম্পন্ন

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম-অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদের সংখ্যা-১৯টি

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম-স্টোর কিপার

পদের সংখ্যা-৩টি

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম-ড্রাইভার

পদের সংখ্যা- ০২টি

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম-ম্যাকানিক্স

পদের সংখ্যা-১০টি

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম- বয়লার অপারেটর

পদের সংখ্যা-১

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম- ল্যাবরেটরি এ্যাসিস্ট্যান্ট

পদের সংখ্যা-৮

বেতন-৮৮০০-২১৩১০ টাকা

পদের নাম- নিরাপত্তা প্রহরী

পদের সংখ্যা-১

বেতন-৮৮০০-২১৩১০ টাকা

পদের নাম- অফিস সহায়ক

পদের সংখ্যা-৩৩ টাকা

বেতন-৮৮০০-২১৩১০ টাকা

পদের নাম-মালী

পদের  সংখ্যা-১

বেতন-৮৮০০-২১৩১০ টাকা

আবেদন যেভাবে

আগ্রহীরা  http://dotr.teletalk.com.bdএই ঠিকানায় আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি, ২০২১