বিশ্বের অন্যতম বড় এনজিও সংস্থা ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি ফিল্ড কো-অর্ডিনেটর পদে লোক নিবে। প্রতিষ্ঠানটি অ্যাগ্রিকালচারাল ইনস্যুরেন্স সেক্টরে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিয়োগপ্রাপ্তদের পদায়ন হবে রাজশাহী ও রংপুর বিভাগে।

পদের নাম : ফিল্ড কো-অর্ডিনেটর। শিক্ষাগত যোগ্যতা : পোস্ট গ্রাজুয়েট। তবে অ্যাগ্রিকালচারের ওপর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাগ্রিকালচারাল, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আউটপুট ও চেইন মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। স্বনামধন্য এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অতিরিক্ত অভিজ্ঞতা : প্রার্থীদের ফিল্ড ওয়ার্ক, প্রাইভেট ও পাবলিক সেক্টর সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী ও বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।পাশাপাশি প্রার্থীদের মোটরসাইকেল অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। উৎসব ভাতা ও হেলথ ইন্সুরেন্স প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে ক্লিক করুন এখানে।