১৯৩টি শূন্য পদে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগে প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি সংশোধন করে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।  বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশোধন করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক ২ ডিসেম্বর প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তির ট্রেডের নাম ও পদসংখ্যার ৪ নম্বর ক্রমিকে জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস এর পরিবর্তে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস হবে। অন্যান্য ট্রেডের নাম অপরিবর্তিত থাকবে।

বুধবার (১ ডিসেম্বর) ১৯৩টি শূন্য পদে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : দৈনিক ১২০০ টাকা ভাতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি

আরও পড়ুন : ২৩ হাজার টাকা স্কেলে পাওয়ার গ্রিডে চাকরির সুযোগ

আরও পড়ুন : বিভিন্ন পদে লোক নেবে সিআইডি, আবেদন করুন এখনই

আগের গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন...