দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউ-এস বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন বিমানবন্দরের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি অথবা অনলাইনে আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নাম- ইউ-এস বাংলা এয়ারলাইন্স

পদের নাম- এ্যভিয়েশন সিকিউরিটি

পদের সংখ্যা- নির্ধারিত নয়

কর্মস্থল-

১। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা

২। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট

৩। কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার

আবেদন যোগ্যতা-

১। কমপক্ষে এইচ.এস.সি বা সমমান পাস

২। শারীরিক ভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে।

৩। ন্যূনতম উচ্চতা ৫.৮ ইঞ্চি

৪। বয়স সর্বোচ্চ-৩০বছর। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী/বিজিবি/পুলিশ/আনসার সদস্যদের জন্য বয়স সর্বোচ্চ-৪০বছর।

৫। এ্যভিয়েশন সিকিউরিটিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন ভাতা ও অন্যান্য সুবিধা

কোম্পানির নিয়ম অনুযায়ী বেতন ভাতা ও উৎসব বোনাস ইত্যাদি প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদেরকে  জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ এইচ আর ডিপার্টমেন্ট, ইউ-এস বাংলা এয়ারলাইন্স, বাসা-০১, রোড-০১, সেক্টর-০১, উত্তরা, ঢাকা-১২৩০ বরাবর পাঠাতে হবে।

অথবা এই ঠিকানায় career@usbair.com সিভি পাঠাতে পারেন। খামের উপরে অথবা ইমেইলে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৭ ফেব্রুয়ারি, ২০২১