সাধারণ বীমা কর্পোরেশনের ৪ পদে নিয়োগ পেলেন যারা
সাধারণ বীমা কর্পোরেশন সিনিয়র প্রোগ্রামার, এসিস্ট্যান্ট প্রোগ্রামার, কন্ট্রোল সুপারভাইজার ও কন্ট্রোল অপারেটর পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সদস্য সচিব মোঃ: আবদুল বারেক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সিনিয়র প্রোগ্রামার পদে ১ জন, এসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে ২ জন, কন্ট্রোল সুপারভাইজার পদে ৪জন ও কন্ট্রোল অপারেটর পদে ৫ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও পাঁচ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুসারে কাজে যোগদানের জন্য নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। প্রার্থীকে আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখের মধ্যে নিয়োগপত্রে উল্লেখিত স্থানে যোগদান করতে বলা হয়েছে।
তবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্রে না পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন মোঃ: আবদুল বারেক।
বিজ্ঞাপন