সমন্বিত তিন ব্যাংকের ‘অফিসার ক্যাশ’ পদে চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। এতে ২৫৫জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বিএসসি সদস্য-সচিব আরিফ হোসেন খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে সোনালী ব্যাংকে ২০০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৬ জন ও বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৯ জন নিয়োগ পাচ্ছেন।

এদিকে ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১৬ নভেম্বরে। ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভাইভা হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের। দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত সেই তালিকা থেকে তৃতীয় পর্যায়ে ২৫৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ পরীক্ষা ব্যাংকার্স ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধিনে হলেও নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকগুলো সম্পন্ন করবে।