বিআরটিএর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ১১তম-২০তম গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৫ ও ৬ মার্চ ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন বিকাল ৩টায় পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভাগীয় নির্বাচন কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুসারে ২১ জানুয়ারি ২০১৮ ও ২১ মার্চ ২০১৯ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদন-কৃতদের প্রবেশপত্র তাদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। ৮ অক্টোবর ২০২০ তারিখের বিজ্ঞপ্তি অনুসারে আবেদন-কৃতদের প্রবেশপত্র http://brta.teletalk.com.bd থেকে ডাউনলোড করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৫ মার্চ ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের নাম http://www.brta.gov.bd/ এই ঠিকানায় প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন