প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন/ ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমরা করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ (সোমবার) বিচারকাজ পরিচালনা করছি। কোনো সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।’

সোমবার (৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের কাজ শুরুর পর প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে এ কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘স্যার, আমরা কাল নেব।’ তখন প্রধান বিচারপতি বলেন, ‘আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি। গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল।’ 

এ পর্যায়ে বেঞ্চের অপর বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘মনে হয় অ্যাটর্নি জেনারেল টিকা নিতে ভয় পাচ্ছেন!’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেব। এজন্য দেরি হয়েছে।’

গতকাল (রোববার) গণটিকা কার্যক্রমের প্রথম দিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা গতকালই বিচারকাজ পরিচালনায় অংশ নেন।  আজ হাইকোর্টের অবশিষ্ট বিচারপতিরা করোনার টিকা গ্রহণ করবেন।

এমএইচডি/এইচকে