২০১৬ সালের ৭ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার অন্যতম আসামি সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

খিলগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আশ্রাব আলী (জিআরও) এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটির পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হবে। 

এর আগে ২০২০ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মেজর (বহিষ্কৃত) সৈয়দ জিয়াউল হক জিয়া, মাসুম রানা, সাদ আল নাহিন, কাওসার হোসেন খান, . কামাল হোসেন সরদার, মুফতী আব্দুল গফফার, মর্তুজা ফয়সলে সাব্বির, তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, আরাফাত রহমান ও আব্দুল্লাহ ওরফে জুবায়ের।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৬ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে আট নম্বর সড়কে ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় খুন হন নিলয়। বাসা ভাড়ার কথা বলে চার যুবক নিলয়ের রুমে ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নিলয়ের গলা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। ওইদিনই জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) নামে হত্যার দায় স্বীকার করে বিবৃতির খবর আসে। 

ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

টিএইচ/এসএসএইচ/এনএফ