সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করে ছাত্রদল কর্মীদেরকে মারধর করার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন আইনজীবীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আব্দুল জাব্বার ভুইয়া প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার হাইকোর্ট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের সময় ছাত্রদলের কর্মীরা হাইকোর্টের মাজার গেট হয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করে। এ সময় ছাত্রলীগের কর্মীরা সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করে ছাত্রদল কর্মীদের মারধর করেন ও লাঠি চাপাতি হাতে ধাওয়া করেন। খবর পেয়ে বিএনপিপন্থী আইনজীবীরা জড়ো হয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।

দুপুর ১২টার দিকে হাইকোর্টের মাজার গেট হয়ে ছাত্রদল নেতাকর্মীরা ঢাবিতে ঢুকতে চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা ধাওয়া দেয়। এতে ছাত্রলীগ ও ছাত্রদলের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এমএইচডি/আইএসএইচ