বিএনপির আরও ৯ নেতাকর্মী রিমান্ডে
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে গোলযোগ তৈরি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ ও রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির আরও ৯ নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আদেশ দেন।
আদালতের রমনা ও শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মশিউর রহমান, রাকিবুল হাসান, তারিকুল, আবুল হোসেন, সাফায়েত হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, সালমান হোসেন এবং রাসেল। আসামিদের মধ্যে প্রথম পাঁচজনের বিরুদ্ধে শাহবাগ থানায় এবং পরের চারজনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিন শাহবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান পাঁচ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। একইসঙ্গে রমনা থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম চার আসামিকে সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের দুইদিন করে রিমান্ডের আদেশ দেন।
গত ১৪ ফেব্রুয়ারি দুই মামলায় ২৯ আসামিকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরপর ১৭ ফেব্রুয়ারি রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সমাবেশে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
টিএইচ/এমএইচএস