র‌্যাবের হাতে গ্রেপ্তার এনু-রূপন

গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ওরফে এনু ও সাধারণ সম্পাদক রূপনসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মোকলেসুর রহমান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত তার সাক্ষ্যগ্রহণ করেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. মতিয়ার রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানান। গত ২৬ জানুয়ারি ওয়ারি থানার মামলায় এনু ও রূপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন- হারুন উর রশিদ ওরফে হারুন, শেখ সানি মোস্তফা, তুহিন মুন্সি, নবীর হোসেন শিকদার, সাইফুল ইসলাম, জয় গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূঁইয়া, রফিকুল হক ভূঁইয়া, মেরাজুল হক ভূঁইয়া।

২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও অর্থ জব্দের পর তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে দায়ের হওয়া ৯টি মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এসব মামলার মধ্যে চারটি এজাহারে এনু-রূপনের নাম রয়েছে। 

মামলার পর তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে সম্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাছাড়া দুজনের মোট ২২টি জমি ও বাড়ি রয়েছে, যার অধিকাংশই পুরান ঢাকা কেন্দ্রিক। সারাদেশে ব্যাংকের বিভিন্ন শাখায় ৯১টি অ্যাকাউন্টে তাদের মোট ১৯ কোটি টাকা জমা রয়েছে। ব্যক্তিগত পাঁচটি গাড়িও রয়েছে তাদের।

টিএইচ/জেডএস