ঘুষ কেলেঙ্কারির মামলায় চট্টগ্রামের ডাবলমুরিং থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবী উল্লাহর এক বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) নবী উল্লাহর আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

২০০৮ সালের ৯ আগস্ট ঘুষ হিসেবে সিঙ্গারের একটি মোটরসাইকেল ও ২ লাখ টাকা নেওয়ার দায়ে নবীকে এক বছরের কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। ২০১৬ সালে নিম্ন আদালতের এ রায় বহাল রাখেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল ঘুষ হিসেবে মোটরসাইকেল ও টাকা নেওয়ার সময় এসআই নবীকে হাতেনাতে গ্রেপ্তার করেছিল।

আসামিপক্ষের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, আমার মক্কেল এখন জামিনে আছেন, তিনি এর আগে ৯ মাসের কারাভোগ করেছেন। তাই তাকে ফের আদালতে আত্মসমর্পণের প্রয়োজন নেই। আমরা আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করব, যাতে জরিমানা দিতে না হয়।

এমএইচডি/জেডএস