নাসিরের বিরুদ্ধে পরীমণির মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৯ নভেম্বর
ফাইল ছবি
চিত্রনায়িকা পরীমণির করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত।
সোমবার (১ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি বাদীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
বিজ্ঞাপন
তবে অন্তঃসত্ত্বাজনিত কারণে পরীমণি এদিন আদালতে হাজির হতে পারেননি। যে কারণে সাক্ষ্যগ্রহণ পেছাতে সময়ের আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। আদালত আবেদন গ্রহণ করে আগামী ২৯ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। মামলার অপর দুই আসামি হলেন- তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম।
বিজ্ঞাপন
এর আগে গত ১৮ মে তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। সেদিন আদালতে পরীমণি ও নাসির মাহমুদ উপস্থিত ছিলেন।
ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ২০২১ সালের ১৪ জুন মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। এরপর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।
জেডএস